তেঁতুলিয়ায় ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
দেশের উত্তর সীমান্তের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সুলতান (৫২) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার (০২ মে) সন্ধ্যায় উপজেলার সর্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাথাফাটা এলাকার মৃত সামান আলীর ছেলে। সুলতান নামের ওই ইজিবাইক চালক তেঁতুলিয়া আসার সময় সর্দারপাড়া এলাকায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রাক্টরের সামনে একটি গরু দৌড় দেয়। এতে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন সুলতান। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আবু সায়েম মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।