শিরোনাম

South east bank ad

মাধবপুরে ইউএনওর স্বাক্ষর জাল করে ৭৩ লাখ টাকা আত্মসাৎ: বরখাস্ত সেই পিআইও

 প্রকাশ: ০৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মাধবপুরে ইউএনওর স্বাক্ষর জাল করে ৭৩ লাখ টাকা আত্মসাৎ: বরখাস্ত সেই পিআইও

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করে প্রায় ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলাম কারাগারে থাকার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব (ত্রাণ প্রশাসন শাখা) শফিকুল আলম সাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জানা যায়, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা তার বিরুদ্ধে মাধবপুর থানায় চেক জালিয়াতির একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগান এলাকা থেকে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ। এরপর ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। কারাগারে থাকার পর গত ২ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ইউএনওর অভিযোগের ভিত্তিতে পিআইওকে আটক করা হয়েছে। পরে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া অভিযোগটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক হবিগঞ্জ সমন্বিত কার্যালয়েরে সহকারী পরিচালক মো. এরশাদ মিয়া বলেন, মাধবপুর থানা থেকে জানানো হয়েছে ইউএনওর সাধারণ ডায়রির পরিপ্রেক্ষিতে পিআইও’কে আটক করা হয়েছে। এখন তারা সাধারণ ডায়রির কপিটি ফরওয়ার্ড করে পাঠালে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: