মৌলভীবাজারে জেলা পরিষদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
তানভীর আঞ্জুম আরিফ (মৌলভীবাজার) :
করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপহার ৪০ হাজার মানুষকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরন করছে মৌলভীবাজার জেলা পরিষদ।
আজ বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্ভোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে এবং হাসান আহমদ জাবেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। উদ্বোধনের পর জেলা পরিষদ মিলনায়তনে সম্মুখসারির যুদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে এই সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
পরে শহরের চৌমুহনা এলাকায় পথচারীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ২টি মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সাবান ও সচেতনতামূলক প্রচার পত্র দেয়া হয়।
জেলার গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে এই ৪০ হাজার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্যাকেট বিতরন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।