আটোয়ারীতে সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায় শীর্ষক সেমিনার
মাসুদ রানা (আটোয়ারী):
পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার ( ০৫ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সেমিনার অনিুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় যাকাত বোর্ডের উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার শাহ রাশেদুল হকের সঞ্চালনায় দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। রমজানের ফজিলত ও দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে হাদিস কুরআনের আলোকে প্রধান আলোচক হিসেবে ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড়ের মাস্টার ট্রেইনার মুফতি আব্দুস সামাদ ও বিশেষ আলোচক হিসেবে ইফা পঞ্চগড় কার্যালয়ের হিসাব রক্ষক আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দীন আলোচনা করেন । বক্তাগণ সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ের বিষয়ে গুরুত্বারোপ করেন। সেমিনারে অন্যদের মধ্যে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন, যাকাত দাতা সহ গণমাধ্যমকর্মী উপস্থিথ ছিলেন।