সুবিদবাজারে ট্রাকচাপায় শাবি শিক্ষার্থী নিহত
এ এস রায়হান (সিলেট):
সিলেট নগরীর সুবিদবাজারে ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত সাব্বির শাবির রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বুধবার (৫ মে) রাত সাড়ে ৯ টায় নগরের সুবিদবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার এসআই আব্দুস সাত্তার।
স্থানীয়রা জানান, পিছন থেকে একটি ট্রাক সামনে থাকা সাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।