আটোয়ারীতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের যাকাতের অর্থ বিতরণ
মাসুদ রানা (আটোয়ারী):
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে যাকাতের অর্থ বিতরণ করেছেন। শনিবার (০৮ মে) তার গ্রামের বাড়ী উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখরী গ্রামে উপস্থিত থেকে তার বাছাইকৃত ৬০ জন অসহায়, দুস্থ প্রতিবেশী ও নিকটাত্বীয় নারী-পুরুষের মাঝে প্রত্যেককে ১০০০/- টাকা করে মোট ৬০,০০০/- যাকাতের টাকা নিজ হাতে তিনি বিতরণ করেন। এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের ছোট ভাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন। সাবেক কমান্ডার বলেন, যাকাত বিতরণের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান মহোদয়কে অবগত করা হয়েছে। তিনি আরো বলেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা নিয়ম মেনে যাকাত আদায় করলে নিজ এলাকা সহ সারাদেশে কোন দারিদ্রতা থাকবেনা।