কুশিয়ারায় ধরা পড়েছে ১৮০ কেজি ওজনের বাঘাইড়
এ এস রায়হান (সিলেট):
এবার সিলেটের কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৮০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। শুক্রবার (৭ মে) রাতে মাছটি ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে আটকা পড়ে।
শনিবার (৮ মে) সকালে মাছটি বিক্রির জন্য সিলেট নগরের বন্দরবাজার এলাকার লালবাজারে নিয়ে আসা হয়। মাছটি দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা।
এদিকে বিশাল আকৃতির মাছটি দেখতে সকাল থেকেই লালবাজারে ভিড় জমিয়েছে অনেকে। বাজারে আসা উৎসুক জনতা বিশাল আকৃতির এই মাছটি একবার ছুয়ে দেখছেন। আবার কেউ কেউ কেজি দরে কেনার আগ্রহ দেখাচ্ছেন।
এর আগে মাছটি বিক্রির জন্য জেলেরা শনিবার সকালে সিলেটের কাজীরবাজার মাছের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে তারা মাছটি বিক্রির জন্য লালবাজারে আনেন।
মাছটির বিক্রেতা বেলাল মিয়া বলেন, বাঘাইড় মাছটির দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। আস্ত মাছ কেনার ক্রেতা না থাকায় দুপুরে মাছটি কেটে কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত হয়। মাছটির প্রতি কেজি দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করা হবে।
এর আগে গত এপ্রিল মাসেও কুশিয়ারা নদী থেকে বিশাল আকৃতির আরও দুটি বাঘাইড় মাছ জেলের জালে আটকা পড়ে। পরে সেগুলো কেটে কেজিতে বিক্রি করা হয়।