পঞ্চগড়ে অভ্যন্তরীণ গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
উত্তরের জেলায় অভ্যন্তরীণ গম সংগ্রহ কার্যক্রম/২১ এর উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বিএডিসি গোডাউনে পঞ্চগড়- ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ফিতা কেটে সরাসরি কৃষকদের কাছ থেকে গম ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীন গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল হক খন্দকার,কারিগরি খাদ্য পরিদর্শক মোঃ সাদেক সারোয়ার ও ওসি এলএসডি খলিলুর রহমান উপস্থিত ছিলেন। চলতি গম সংগ্রহ/২১ মৌসুমে পঞ্চগড় সদর উপজেলায় ২৮ টাকা কেজি দরে মোট ১ হাজার ৭শ ২৪ মেট্রিক টনসহ জেলার ৫ উপজেলায় মোট ৫ হাজার ৫শ ৪৩টন গম সংগ্রহ করা হবে।