আটোয়ারীতে ইউএনও’র নিজস্ব অর্থায়নে পাঞ্জাবী বিতরণ
মাসুদ রানা (আটোয়ারী):
পঞ্চগড়ের আটোয়ারীতে ইউএনও’র নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মরত স্টাফদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে একটি করে পাঞ্জাবী উপহার হিসেবে বিতরণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর ব্যক্তিগত উদ্যোগে এবং তার নিজস্ব অর্থায়নে মঙ্গলবার (১১ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪৫ জন এবং ১৫ জন আনসার সহ মোট ৬০ জন স্টাফ প্রত্যেকের মাঝে ইউএনও’র ঈদ উপহার হিসেবে একটি করে পাঞ্জাবী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি শাহানাজ পারভীন (সোমা), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান , মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম সহ গণমাধ্যমকর্মীগণ।