চুনারুঘাট পৌরশহরে বিপণিবিতানে অভিযান ৫ জনকে জরিমানা
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১২ মে) বিকেলে চুনারুঘাট পৌর এলাকার বিপণিবিতান সহ বিভিন্ন দোকানপাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। তিনি জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহার করাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে মাস্ক না পড়ায় বিপণিবিতান সহ বিভিন্ন দোকান মালিককে ২৫ শ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সকল বিপণি বিতানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করার জন্য সতর্ক করা হয় অন্যথায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও মাস্ক বিহীন ক্রেতাদের নিকট কোন পণ্য বিক্রয় না করতে সকল দোকান মালিকদের কে অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল । জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। ভ্রাম্যমাণ আদলাতকে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সহকারী মখলিছুর রহমান।