পঞ্চগড়ে করোনা প্রতিরোধে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়)
সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে মহামারী করোনা প্রতিরোধে তিন দিনব্যাপী জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এরই অংশ হিসেবে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে পথসভা, আলোচনা সভা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। ক্যাম্পেইনের শুরুর দিন সোমবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের প্রেসক্লাবের সামনের সড়কে পথসভা করে স্বাস্থ্য বিভাগ। এসময় সচেতনতামূলক বক্তব্য দেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. আমির হোসেন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদ সজীব।
পরবর্তীতে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভার আয়োজন করে তারা। প্রতিটি পথসভা শেষে মাস্কবিহীন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।