সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ রোববার (৬ মার্চ) সকাল ৮টায় সিলেট জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সুসজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে সকাল ১০টায় পুলিশ সুপারের সভাপতিত্ত্বে এবং সহকারি পুলিশ সুপার (এসএএফ) শেখ মুত্তাজুল ইসলাম এর সঞ্চালনায় জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মাহফুজ আফজাল অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ লুৎফর রহমান, মো: জাকির হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল, রাশেদুল হক চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল, মোঃ রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, ওসমানীনগর সার্কেল, আনিছুর রহমান খান সহকারি পুলিশ সুপার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, প্রবাস কুমার সিংহ সহকারি পুলিশ সুপার, গোয়াইনঘাট সার্কেল, মোঃ আব্দুল করিম সহকারি পুলিশ সুপার, কানাইঘাট সার্কেলসহ সকল থানার অফিসার ইনচার্জগন ও বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সগণ। সভায় জেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি ফেব্রুয়ারি-২০২২ মাসের ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সদের-কে শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ সার্কেলের পুরষ্কার গ্রহণ করেন মোঃ আব্দুল করিম, সহকারি পুলিশ সুপার, কানাইঘাট সার্কেল এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরষ্কার গ্রহণ করেন গোলাম দস্তগীর আহমেদ, অফিসার ইনচার্জ, জৈন্তাপুর মডেল থানা।
বিকাল ২টায় পুলিশ লাইন্সের হলরুমে মাসিক অপরাধ সভা অনুষ্টিত হয়। এতে ফেব্রুয়ারি-২০২২ মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ফেব্রুয়ারি-২০২২ মাসের জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় এবং মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকায় সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ দেন পুলিশ সুপার।