ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অদ্য ০৭/০৩/২০২২ খ্রিঃ ১২.৩০ ঘটিকায় কবি নজরুল অডিটরিয়াম রিকাবীবাজার সিলেট এ জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিলেট জনাব মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ, পুলিশ সুপার সিলেট জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান , সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক জাকির হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, কলামিষ্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।