বঙ্গবন্ধুর ম্যুরালে সিলেট রেঞ্জ পুলিশের পুস্পস্তবক অর্পণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ৭ই মার্চ উপলক্ষে সকাল ৯টায় সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।
পুস্পস্তবকের সময় উপস্থিত ছিলেন, বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত ডিআইজি, নূরুল ইসলাম, পুলিশ সুপার, মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট। সকাল সাড়ে ১০টায় কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবিবাজার সিলেটে সমাবেশ, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিলেট রেঞ্জের ডিআইজি অংশ গ্রহন করেন।
১৯৭১ সালের আজকের দিনে বাঙালি জাতিকে মুক্ত করার লক্ষ্যে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষনে বাঙালি জাতিকে জানান দেন “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম---এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'------”। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ছিল মুক্তিযুদ্ধের প্রারম্ভিক দিক-নির্দেশনা।
৭ই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে বাঙালি জাতি প্রত্যেকে তাঁর নিজ নিজ অবস্থান থেকে তাদের কাছে যা কিছু ছিল তাই নিয়ে ২৫শে মার্চ কালরাতে যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং পাকিস্তানী হানাদার বাহিনীর হাত এই দেশকে থেকে মুক্ত করে। ঐতিহাসিক এই ভাষণ আমাদেরকে দেশপ্রেমে জাগ্রত করে। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন হলো একটি আন্তর্জাতিক দলিল।
২০১৭ সালের ৩০শে অক্টোবরে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে "ডকুমেন্টারি হেরিটেজ" (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়।