ঐতিহাসিক ৭ই মার্চে মাধবপুরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরাল পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ৩য় তলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মটাঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী তাপস, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, তদন্ত ওসি গোলাম কিবরিয়া হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাস গুপ্ত, উপজেলা আ'লীগ নেতা আব্দুল আহাদ, পৌর যুবলীগ আহ্বায়ক একরামুল আলম লেবু,সাংবাদিক আইয়ুব খান সহ প্রমুখ।