মৌলভীবাজারে উদ্বোধন হলো কইন্যা-নারীদের হাট
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মৌলভীবাজার জেলায় একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাবরিনা রহমান বাঁধন কন্যা নারীদের হাট আয়োজনে। গতকাল (৮ মার্চ) মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘কইন্যা-নারীদের হাটের শুভ উদ্বোধন করা হয়।
এদিকে কইন্যা-নারীদের হাটের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার জনাবা সাবরীনা রহমান। এ সময় কইন্যা-নারীদের হাটে এসেছে বিভিন্ন স্টল। সবাই বিভিন্ন স্টল গুলো ঘুরে দেখেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বলেন, সিলেট বিভাগের প্রথম ‘কইন্যা-নারীদের হাট’। নারীদের অর্থনৈতিক সক্ষমতা অর্জনই পারে সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণকে বেগবান করতে। এগিয়ে যাক বাংলা মায়ের কইন্যারা। সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আপনার সবজি বাগানে কিছু সবজি ফলেছে। আপনার হাতের বানানো পিঠা পরিবারে সমাদর পায়। অথবা আপনি খুব ভালো ছবি আঁকেন। অথবা নিজে ডিজাইন করে জামা সেলাই করেন। আপনি চান এসব বিক্রি করতে পারবেন! তা নিয়ে এসে এখানে বিক্রি করতে পারবেন বলে তিনি জানান।
এবিষয়ে জানা যায় জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহযোগিতায়, মৌলভীবাজার লেডিস ক্লাব ও উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদর এর আয়োজনে এবং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততায় সিলেট বিভাগের প্রথম ‘কইন্যা-নারীদের হাট’। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর এবং চেয়ারম্যান, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ এর সাথে।
কইন্যা-নারীদের হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ হাটে আগত বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও বিভিন্ন স্টলের মালিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, সপ্তাহে দুই দিন ( শনিবার ও রবিবার) চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে হাট বসবে এবং এর মাধ্যমে নারী উদ্যোক্তা-বিক্রেতারা তাঁদের নিজের হাতে বানানো পণ্য বিক্রয় করতে পারবেন।