সিলেটে এনডিসি টিমের ব্রিফিং ও ইন্টার-একটিভ সেশনের আয়োজন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল মঙ্গলবার (৮ মার্চ) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এনডিসি টিম এর একটি ব্রিফিং ও ইন্টার-একটিভ সেশনের আয়োজন করা হয়।
ব্রিফিং ও ইন্টার-একটিভ সেশনে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশন সিলেট এর জিওসি, কমান্ড্যান্ট- স্কুল অব ইনফেন্ট্রি এন্ড ট্যাকটিস, ডেলিগেশন হেড সিলেট এনডিসি, বিভাগীয় কমিশনার সিলেট, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট, পুলিশ কমিশনার এসএমপি, সিলেট, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), সিলেট, অতিরিক্ত ডিআইজি সিলেট রেঞ্জ, জেলা প্রশাসক সিলেট, পুলিশ সুপার সিলেটসহ রেঞ্জ ডিআইজি অফিস সিলেট ও বিভাগীয় কমিশনার অফিস সিলেটের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এই ট্যুরে এনডিসি ডেলিগেটসসহ বাংলাদেশের ২০ জন এবং মিশর, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া, ওমান এবং শ্রীলঙ্কার ৭ জন কোর্স মেম্বার অংশ গ্রহন করেন।