কুলাউড়ায় ভোজ্যতেলের কারসাজি রুখতে অ্যাকশনে প্রশাসন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কুলাউড়ায় ভোজ্যতেলের কারসাজি রুখতে অ্যাকশনে নেমেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ মার্চ) রাতে শহরের বিভিন্ন দোকানে ভোজ্যতেলের কারসাজি রুখতে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। এ সময় তার সাথে ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা।
তদারকি অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, পাইকারী দামে তেল বিক্রি হচ্ছে কিনা, ব্যবসায়ীরা ভাউচার সংরক্ষণ করছেন কিনা এবং অতিরিক্তি মূল্যে বাজারে কোথাও তেল বিক্রি হচ্ছে কিনা এ সকল বিষয়ে তদারকি করা হয়েছে।
একইসাথে ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে দিয়ে এসেছি সকল দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানো ও নির্ধারিত মূল্যে তেল বিক্রয়ের জন্য। এরপরেও যদি তারা সরকারি আদেশ না মানেন তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদারকি অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহযোগিতা করে।