South east bank ad

কানে হেডফোন: ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসার ছাত্রের

 প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

কানে হেডফোন: ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসার ছাত্রের

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জর মাধবপুর উপজলার হরিতলা আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী হাফিজুর রহমানের দাখিল পরীক্ষা দেওয়ার আগেই ট্রেনের ধাক্কায় মারা গেলেন।

গতকাল (১০ মার্চ) বৃহস্পতিবার সকাল সিলট-আখাউড়া রেল সেকশনের শাহজীবাজার রেল ষ্টশেনের দক্ষিণ হরিতলা নামক স্থানে মোঃ হাফিজুর রহমান (১৭)।

সে ছাতিয়াইন ইউনিয়নের সাকুচাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন বৃহস্পতিবার সকাল হরিতলা আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী হাফিজুর রহমান মাদ্রাসার পূর্ব দিকে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে ছিল।

তার কানে মোবাইলের ইয়ারফোন থাকায় ট্রেন আসার শব্দ না শুনতে পেরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় ও কাঁধে রক্তাক্ত জখম হয়।

প্রথম মাদ্রাসার শিক্ষকরা তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হাসপাতালে নেওয়ার পথে তার মত্যু হয়। হাফিজুরের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: