গোয়েন্দা পুলিশের সহায়তায় হাতেনাতে ২ ছিনতাইকারী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল (১৩ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন জিন্দাবাজারস্থ জিন্দাপীরের মাজার সংলগ্ন কেএফসি রেষ্টুরেন্টের সামনে ১। রাকিব হাসান (১৯), পিতা- ইউনুস, মাতা- রিনা বেগম, সাং- আহলকুয়া, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট, ২। মোঃ মারুফ আহমদ (১৮), পিতা- মৃত আঃ রউফ, মাতা- জুসনা বেগম, সাং- টুকেরবাজার বলাউড়া, থানা- জালালাবাদ, জেলা- সিলেট সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন ছিনতাইকারী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্র হাবিবুর রহমান (২৪), পিতা- ইসলাম উদ্দিন,মাতা- রহিমান বেগম, সাং- ষোলঘর, শাহবাগ আ/এ, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- ৯৯/১ মোহনা, পাঠানটুলা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট এর গতিরোধ করে তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হাবিবুর রহমান এর গলায় ধরে তাকে প্রানণাশের হুমকী দিয়ে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় তার শুর চিৎকারে ঘটনাস্থলের অদূরেই থাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল হোসেন এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আরিফুর রহমান, কনস্টেবল/ নূর মোহাম্মদ, কনস্টেবল/ আমিনুল ইসলাম কনস্টেবল/ আশিকুর রহমানদের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম উপস্থিত জনতার সহায়তায় উপরোক্ত ১। রাকিব হাসান (১৯), ও ২। মোঃ মারুফ আহমদ (১৮), নামীয় ০২ (দুই) ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেন।
তখন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) মোঃ আরিফুর রহমান ঘটনাস্থল হতে উপস্থিত জনতার সম্মুখে গ্রেফতারকৃত ছিনতাইরীদের হেফাজত হতে ০১টি ধারালো চাকু, ০১ টি I Pone-4 ও ০১টি Symphony মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং আসামী ও জব্দকৃত আলামত নিজ হেফাজতে গ্রহণ করেন।
অতঃপর ভিকটিম সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবুর রহমান বাদী হয়ে উক্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।