শিরোনাম

South east bank ad

মুদি দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান ১৪ হাজার টাকা জরিমানা

 প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মুদি দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান ১৪ হাজার টাকা জরিমানা

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

হবিগঞ্জের আজমিরগঞ্জে মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ও পণ্যের মূল্য বেশি রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০টি দোকান মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) পাহাড়পুর বাজারে বিভিন্ন মুদি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাহাড়পুর বাজারে বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় এবং পণ্যের মূল্য বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০টি দোকান মালিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সাথে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী জানান।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: