নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ মসজিদে: ইমামের মৃত্যু
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোনার কেন্দুয়ায় মাছ বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের ভিতর ঢুকে যায়।
এ সময় চাপা পড়ে ওই মসজিদের ইমাম আব্দুল খালেক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক (৮২) কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের সামনে সড়কের পাশেই মেয়ের বাড়িতে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন সাবেক ইমাম আব্দুল খালেক।
হঠাৎ মাছ বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের হরিনগর গ্রামের মসজিদের ভিতর ঢুকে পড়ার সময় চাপায় আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পিকআপসহ চালক দিপু মিয়াকে আটক করা হয়েছে।