পূর্বধলায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিনামুল্যে কৃষকদের মাঝে বিঘা প্রতি ১ কেজি করে পাটবীজ ও ১২ কেজি করে ইউরিয়া ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন " উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প" উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনিসুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, স্থানীয় উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান উজ্জল, ফেরদৌস আলম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শামছুল ইসলাম খান, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হারাধন সূত্রধর ( আরাধন) প্রমুখ।