South east bank ad

ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত হলেন বালাগঞ্জের সৈয়দ আবুল বাশার মাসুম

 প্রকাশ: ০৮ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত হলেন বালাগঞ্জের সৈয়দ আবুল বাশার মাসুম

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে চমক দেখিয়েছেন সিলেটের বালাগঞ্জের বশিরপুর গ্রামের সৈয়দ আবুল বাশার মাসুম।

ব্রিটেনের লিটিল ওয়ার্ড, ইলফোর্ড নিউহাবারা থেকে গত ৫ এপ্রিল সর্বোচ্চ ২২০০ ভোট পেয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সৈয়দ আবুল বাশার মাসুম।

আবুল বাশার মাসুম দীর্ঘদিন থেকে ব্রিটেনের মেনরপার্ক এইট এভিনিউ এলাকায় বসবাস করে আসছেন। তিনি রয়েল মেইল ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ও লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি এবং লেবার পার্টির পলিটিক্যাল সিনিয়র সেক্রেটারি (এশিয়ান ইউনিট)।

বাংলাদেশী বংশোদ্ভূত সৈয়দ আবুল বাশার মাসুমের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউপি'র বশিরপুর (মীরবাড়ী)। তিনি ব্রিটেনের মেনরপার্ক এইট এভিনিউ সহ লিটিল ইলফোর্ড নিউহাবারা এলাকার সকল নাগরিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

পাশাপাশি তিনি তার গ্রামের বাড়ি সহ সিলেটের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন এবং ভালোবাসা জানিয়েছেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: