সব সময় আপনাদের পাশে আছি, থাকবো: সাজ্জাদুল হাসান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান বলেছেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি, থাকবো। মোহনগঞ্জের অনেকেই চিকিৎসার জন্য ঢাকায় যান। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির সহ-সভাপতি ডা. রেহানের নেতৃত্বে আলামিন ইসলাম মনিসহ একটি টিম আছে যারা অসুস্থদের চিকিৎসার সহায়তায় সব সময় সক্রিয় থাকেন। দোয়া করবেন যেন আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারি।
শোকাবহ আগস্ট উপলক্ষে শনিবার (২৭ আগস্ট) ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির উদ্যোগে এলাকার ৩০০ অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শামসুল হক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মোহনগঞ্জের ছাত্রী সীমা রানী দাসকে কৃত্রিম পা ও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এসি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নেত্রকোণা জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, এডিশনাল এসপি (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি, মোহনগঞ্জ সমিতির সহসভাপতি আনোয়ারুল ইসলাম খন্দকার, ডা. রেহান খান, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, রেজওয়ান আলী খান আর্নিক, জেমসন দাস, এরশাদ হাসান, মির্জা মামুন, গোলাম সারওয়ার তপন, খায়রুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- সংগঠনের সহ-সভাপতি কামরুজ্জামান, দপ্তর সম্পাদক প্রকৌশলী নিহার রঞ্জন দাস।
এর আগে বানভাসি, শীতার্ত, করোনায় বেকার হয়ে অসহায় মানুষের মাঝেও সহায়তা দেয় সংগঠনটি। এ ছাড়া মোহনগঞ্জের যেকোনো অসুস্থ মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছে সংগঠনটি।