South east bank ad

বিপিজিএমইএ ও তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে প্লাস্টিক পণ্যের অনলাইন মেলা শুরু

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

চার দিনব্যাপী আইএফপি অনলাইন এক্সপো ২০২১ গতকাল সোমবার ৫ জুলাই ২০২১ইং তারিখ থেকে শুরু হয়েছে।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। বাংলাদেশসহ ২০টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। মেলায় বিদেশি প্রতিষ্ঠানের স্টল ৩০০ এবং দেশি প্রতিষ্ঠানের স্টল ১৫০টি রয়েছে।
অনলাইনে আয়োজিত এই মেলায় প্লাস্টিক খাতের নতুন মেশিনারিজ, অত্যাধুনিক পণ্য সামগ্রী ও বিভিন্ন ধরনের কাঁচামাল প্রদর্শন করা হবে।
মেলা চলাকালীন সময়ে চারটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালেএক অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ মেলার উদ্বোধন করেন। www.chanchao.com.tw/ipf/onlineexpo/landing এই লিংকে প্রবেশ করে মেলায় অংশ নেওয়ার সুযোগ পাওয়া যাবে।
বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, করোনার মধ্যেও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রথম দেশে অনলাইন মেলার আয়োজন করা হয়েছে। তিনি সংশ্নিষ্ট ও আগ্রহী সবাইকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: