শিরোনাম

South east bank ad

প্রবৃদ্ধিতে বাংলাদেশকে ছাড়িয়েছে ইন্দোনেশিয়া ও ভারত

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

প্রবৃদ্ধিতে বাংলাদেশকে ছাড়িয়েছে ইন্দোনেশিয়া ও ভারত

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক আমদানির সবচেয়ে বড় উৎস চীন ও ভিয়েতনাম। তৃতীয় বৃহত্তম উৎস বাংলাদেশ। চলতি পঞ্জিকা বর্ষের নয় মাস জানুয়ারি থেকে সেপ্টেম্বরে মার্কিন ক্রেতাদের পোশাক আমদানির অর্থমূল্যের প্রবৃদ্ধি বিবেচনায় বাংলাদেশকে ছাড়িয়ে গিয়েছে ইন্দোনেশিয়া ও ভারত

মার্কিন অফিসিয়াল সোর্স অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) জানুয়ারি-সেপ্টেম্বর ২০২২ সময়ের জন্য দেশটির সর্বশেষ পোশাক আমদানির পরিসংখ্যান প্রকাশ করেছে।

অটেক্সার তথ্য অনুযায়ী, উল্লেখিত সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৭.৫৫ বিলিয়ন বা ৭৫৫ কোটি ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। এই সময়ে বাংলাদেশ থেকে তাদের পোশাক আমদানি ৫০ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি-সেপ্টেম্বর ২০২২ সময়ে সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি ৩৪ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৮ দশমিক ৫৪ শতাংশ শেয়ার নিয়ে যুক্তরাষ্ট্রের জন্য পোশাক আমদানির তৃতীয় বৃহত্তম উৎস হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

চীন ২২ দশমিক ৪৮ শতাংশ শেয়ার নিয়ে যুক্তরাষ্ট্রের জন্য সর্ববৃহত্তম পোশাক সরবরাহকারী। এরপর ১৮ দশমিক ৫১ শতাংশ শেয়ার নিয়ে ভিয়েতনামের অবস্থান।

২০২২ সালের প্রথম নয় মাসে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি ২৮ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ১৭.৭২ বিলিয়ন বা ১ হাজার ৭৭২ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে ভিয়েতনাম থেকে আমদানি ১৪.৫৯ বিলিয়ন বা ১ হাজার ৪৫৯ কোটি ডলারে দাঁড়িয়েছে, বছরওয়ারি ৩৪ দশমিক ৬৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ পোশাক সরবরাহকারীদের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। উচ্চ প্রবৃদ্ধিসহ অন্যান্য শীর্ষ দেশগুলো হলো ইন্দোনেশিয়া ৫৪ দশমিক ৬৬ শতাংশ, ভারত ৫৩ দশমিক ৩৯ শতাংশ, কম্বোডিয়া ৪৬ দশমিক ৫৮ শতাংশ, পাকিস্তান ৪০ দশমিক ১১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়া ৩৯ দশমিক ৬১ শতাংশ।

পোশাক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে বিভিন্ন কারণে। আমরা খুব শক্তভাবে কভিড মোকাবেলা করেছি এবং ওই সময় মার্কিন ক্রেতাদের আস্থা আমাদের প্রতি বেড়েছে। কমপ্লায়েন্স সংক্রান্ত বিষয়গুলোতেও আমরা যথেষ্ট ভালো করেছি। পোশাক আমদানিতে চীনের প্রতি মনোনিবেশও কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে দেশটির পোশাক আমদানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি অব্যাহত আছে।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: