শিরোনাম

South east bank ad

এইচঅ্যান্ডএমকে ব্যবসা সম্প্রসারণের আহ্বান বিজিএমইএর

 প্রকাশ: ০১ জুন ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

এইচঅ্যান্ডএমকে ব্যবসা সম্প্রসারণের আহ্বান বিজিএমইএর

দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরো শক্তিশালী করতে এবং বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের জন্য এইচঅ্যান্ডএম গ্রুপকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। এ বিষয়ে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে এইচঅ্যান্ডএমের সিইও হেলেনা হেলমারসনের সঙ্গে গতকাল বৈঠক করেন তিনি। 


রাজধানীর একটি হোটেলে এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম ও সহসভাপতি মিরান আলী এবং এইচঅ্যান্ডএম গ্রুপের বাংলাদেশের জন্য কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, স্টেকহোল্ডার এনগেজমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার ফয়সাল রাব্বি এবং কারিন লিন্ড, গ্লোবাল হেড অব প্রডাকশন, এইচঅ্যান্ডএম গ্রুপ। তারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা এবং অর্থনীতি, পরিবেশ এবং জনগণের জীবনের ওপর ইতিবাচক প্রভাব রেখে টেকসই উপায়ে শিল্পের প্রবৃদ্ধি অর্জনের রূপকল্পসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণের ক্ষেত্রে শিল্পের ব্যাপক অগ্রগতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেন। এইচঅ্যান্ডএম গ্রুপ এবং বিজিএমইএ কীভাবে শিল্পে সাসটেইনেবিলিটি বিষয়ে যৌথভাবে কাজ করতে পারে সে বিষয়েও তারা আলোচনা করেন।


বিজিএমইএ সভাপতি হেলেনা হেলমারসনকে বিজিএমইএর টেকসই কৌশলগত ভিশন ২০৩০ সম্পর্কে অবহিত করে বলেন, ‘রূপকল্পে শিল্পের জন্য কার্বন নির্গমন হ্রাস, জ্বালানি এবং ভূগর্ভস্থ জলের ব্যবহার হ্রাস, টেকসই কাঁচামালের ব্যবহার বৃদ্ধি, জেডডিএইচসি কেমিক্যালের ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’


বৈঠকে তিনি শিল্প যে পরিমাণগত (ভলিউম) দিক থেকে বের হয়ে এসে মূল্যে (ভ্যালু) গমন করছে, তার ওপরও আলোকপাত করেন। তিনি বলেন, ‘এসব রূপকল্পের সঙ্গে সংগতি রেখে শিল্পটি উদ্ভাবন, প্রযুক্তিগত আপগ্রেডেশন, পরিবেশগত টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতার ঘাটতি পূরণ ও দক্ষতা উন্নয়নের ওপর জোর দিচ্ছে। এইচঅ্যান্ডএম গ্রুপ এবং বাংলাদেশী সরবরাহকারী কারখানাগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের শক্তিশালী বন্ধন রয়েছে, যা বাংলাদেশকে এইচঅ্যান্ডএম গ্রুপের সবচেয়ে বড় সোর্সিং মার্কেটে পরিণত করেছে।’


তিনি বাংলাদেশে ব্যবসার ভিত্তি সম্প্রসারণের জন্য এইচঅ্যান্ডএম গ্রুপকে তাদের বাংলাদেশী সরবরাহকারীদের সঙ্গে অংশীদারত্ব আরো জোরদার করার জন্যও অনুরোধ জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ যেহেতু মৌলিক পণ্য থেকে উচ্চমূল্যের পণ্যে যাওয়ার মাধ্যমে রফতানি পণ্য বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তির আপডেডেশনের মাধ্যমে ভ্যালু চেইনে এগিয়ে যেতে চায়, তাই এইচঅ্যান্ডএম গ্রুপ তাদের বাংলাদেশী সরবরাহকারীদের সঙ্গে উচ্চমানের পণ্য উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারে।’


বিজিএমইএ সভাপতি এইচঅ্যান্ডএম গ্রুপকে বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং বিশেষ করে উচ্চমূল্যের পণ্য এবং ম্যান-মেড ফাইবার দিয়ে তৈরি পোশাকের সোর্সিং বাড়ানোর জন্য আহ্বান জানান।


এদিকে গতকাল আরেকটি অনুষ্ঠানে পোশাক খাতে সাসটেইনেবিলিটি বিষয়ে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার পাশাপাশি জলবায়ু নিরপেক্ষ পোশাক শিল্পে রূপান্তরের লক্ষ্যে এইচঅ্যান্ডএম গ্রুপের সিইও এবং বিজিএমইএ সভাপতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেন। সমঝোতা স্মারকে বলা হয়, বিজিএমইএ এবং এইচঅ্যান্ডএম গ্রুপ সমগ্র ভ্যালু চেইনজুড়ে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমাতে এবং সাপ্লাই চেইনে কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য যৌথ প্রচেষ্টা চালাবে। 


এ অংশীদারত্ব ২০৩০ সাল নাগাদ শিল্পে গ্রিনহাউজ গ্যাস নির্গমন ৩০ শতাংশ কমানোর বিষয়ে বিজিএমইএর রূপকল্পকে সহায়তা করবে। উভয়পক্ষই সার্কুলার এবং জলবায়ু নিরপেক্ষ অনুশীলনের দিকে শিল্পের স্থানান্তরের জন্য একটি কৌশলগত রোডম্যাপ তৈরি এবং বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: