শিরোনাম

South east bank ad

প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার মূল ক্ষেত্র পোশাক কূটনীতি —বিজিএমইএ সভাপতি

 প্রকাশ: ১০ মে ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার মূল ক্ষেত্র পোশাক কূটনীতি —বিজিএমইএ সভাপতি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, এলডিসি থেকে উত্তরণের পর প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার মূল ক্ষেত্র হচ্ছে শিল্পের সক্ষমতা উন্নয়ন ও পোশাক কূটনীতি

গতকাল রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘‌বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প খাত—মধ্য আয়ের দেশে রূপান্তরিত হওয়ার পরের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৩-এর অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তৃতা করেন ফারুক হাসান। এ সময় তিনি বলেন, ‘‌আগামী বছরগুলোতে বিশেষ করে এলডিসি-পরবর্তী যুগে প্রতিযোগী সক্ষমতা বাড়াতে ও সক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশের পোশাক শিল্প পণ্যের বৈচিত্র্যকরণ, প্রযুক্তির মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন, পরিবেশগত টেকসই উন্নয়ন ও পোশাক কূটনীতি প্রভৃতি বিষয়গুলোতে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।’  

তিনি আরো বলেন, ‘‌বাংলাদেশের এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণ একটি বিশাল অর্জন এবং জাতি হিসেবে আমরা গর্বিত। একই সঙ্গে এ অর্জন দেশের সামনে চ্যালেঞ্জ এবং সুযোগের নতুন বাস্তবতা উপস্থাপন করবে। চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে গ্র্যাজুয়েশনের সম্ভাব্য সুবিধাগুলোর সুফল ভোগ করার জন্য বাংলাদেশকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে।’

ফারুক হাসান বলেন, ‘‌এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের শিল্প, বিশেষ করে রফতানিমুখী শিল্পগুলোতে সম্ভাব্য পরিবর্তন আসবে।’

স্বলোন্নত দেশ হওয়ার কারণে বাংলাদেশ ইইউ, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া এবং চীন, ভারত, দক্ষিণ কোরিয়ার মতো কয়েকটি এশিয়ান দেশসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জন্য নির্দিষ্ট করা বিশেষ ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধাগুলো পাওয়ার যোগ্য থাকবে না।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: