১৭ ডিসেম্বর থেকে ঢাকা-ব্যাংকক রুটে বিমানের ফ্লাইট বাড়ছে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ঢাকা-ব্যাংকক রুটের ফ্লাইট বিজি-০৮৮ বেলা সাড়ে ১১টার পরিবর্তে দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। ফ্লাইটটি ব্যাংককে পৌঁছাবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায়। ব্যাংকক থেকে ফ্লাইট বিজি-০৮৯ সেখানকার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সোয়া ৭টায়।
এদিকে আগামী শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে দুটির পরিবর্তে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতি, শুক্র ও রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় বিমানের ফ্লাইট ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে। ব্যাংকক থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতি, শুক্র ও রোববার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।