South east bank ad

বিমানের শারজাহ ফ্লাইট চালু হচ্ছে ২৫ জানুয়ারি

 প্রকাশ: ২১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   এয়ারলাইন্স

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

যাত্রীদের সুবিধার্থে আগামী ২৫ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। গতকাল (২০ জানুয়ারি) বৃহস্পতিবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‌‘প্রাথমিকভাবে জাতীয় পতাকাবাহী এই বিমান প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও সোমবার সাপ্তাহিক চারটি ফ্লাইট পরিচালনা করবে। শারজাহ থেকে ফিরতি ফ্লাইট চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছাবে।’

আজ থেকে যাত্রীরা এই রুটের টিকিট কিনতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

BBS cable ad

এয়ারলাইন্স এর আরও খবর: