আর্টিলারি রেজিমেন্টের ৯১তম রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
ঢাকা, ১২ অক্টোবর ২০২২ আর্টিলারি রেজিমেন্টের ৯১তম রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ
গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আজ বুধবার (১২-১০-২০২২) আর্টিলারি সেন্টার
এন্ড স্কুল, হালিশহর সেনানিবাস চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার,
চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি,
পিএসসি।
আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে রিক্রুটগণ দেশ মাতৃকার
সেবায় উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে বাংলাদেশ
সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের সদস্য হওয়ার গৌরব অর্জন করলো। অনুষ্ঠানে
সার্বিকভাবে সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় রিক্রুট ইয়াসিন মাহমুদ
ইমন’কে প্রধান অতিথি ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে হালিশহর ও চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং
অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।