বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

ঢাকা, ১২ অক্টোবর ২০২২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ
গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আজ বুধবার (১২ অক্টোবর ২০২২) বাংলাদেশ
ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া
কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি,
পিএসসি।
রিক্রুট ব্যাচ-২০২২ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি শপথ
গ্রহণকারী রিক্রুটদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতেই তিনি
আমাদের অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান’কে সরণ করেন। প্রধান অতিথি বক্তব্যে দেশমাতৃকার সেবায় নিজেকে
আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
সমাপনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, জুনিয়র কমিশন্ড
অফিসারগণ এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ
করেন। এই শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে সর্বমোট ১,১৯২ জন
রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি কোর এ সৈনিক হিসেবে
অর্ন্তভূক্ত হন। রিক্রুটদের মাঝে সর্ব বিষয়ে শ্রেষ্ঠ পারদর্শিতা প্রদর্শন করায় রিক্রুট মোঃ
মাহফুজ মিয়া’কে পুরস্কৃত করা হয়।