আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গল্ফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
“৬ষ্ঠ আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গল্ফ টুর্নামেন্ট - ২০২২” এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ শনিবার (১৫-১০-২০২২) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল (এজি) ও প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জনাব মানোয়ার হোসেন চেয়ারম্যান, আনোয়ার গ্রুপ, ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী বিএসপি, এনডিসি, পিএসসি (অবঃ) চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, আর্মি গল্ফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি (অবঃ) প্রধান নির্বাহী অফিসার, লেঃ কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী পরিচালক (স্পোর্টস এন্ড ফ্যাসিলিটিস) ও সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বুধবার থেকে শুরু হওয়া আর্মি গল্ফ ক্লাবে চার দিন ব্যাপি এই টুর্নামেন্টে অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো - সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭১৬ জন খেলোয়াড় অংশ গ্রহন করেছেন। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ও রয়েছেন।
উক্ত টুর্নামেন্টে লেঃ কর্নেল গোলাম মর্তুজা ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনারঃ জনাব হায়াতুজ্জামান খান, সিনিয়র উইনারঃ কর্নেল একেএম নজরুল ইসলাম (অবঃ), লেডি উইনারঃ মিসেস কুলসুম ফরিদ এবং জুনিয়র উইনারঃ মাষ্টার এস এম সামির হোসেন পুরস্কার প্রাপ্ত হন।