সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ অপারেশন পরিচালনাকালে নিহত তিন জন শান্তিরক্ষীর নামাজে জানাযা অনুষ্ঠিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত তিন জন বাংলাদেশী শান্তিরক্ষীর নামাজে জানাযা আজ শনিবার (১৫–১০-২০২২) ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন হ্যাঙ্গার এ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সহ ঢাকা সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনী প্রধান নিহত শান্তিরক্ষীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে সেনাসদস্যদের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ নিজ গ্রামে (ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও নীলফামারী) প্রেরণ করা হয় এবং সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় নিহতদের দাফনকার্য সম্পন্ন হয় ।
উল্লেখ্য, গত ০৩ অক্টোবর ২০২২ তারিখ (সোমবার) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ ঘটিকায় (বাংলাদেশ সময় ০৪ অক্টোবর ০১৩৫ ঘটিকা) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর আভিযানিক কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী শান্তিরক্ষীগণ ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হলে তিন জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হন।
প্রয়াত সেনাসদস্যদের মরদেহ ১৪ অক্টোবর ২০২২ তারিখ ১৭১৫ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় এসে পৌঁছায়। উল্লেখ্য, এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১২৯ জন বাংলাদেশের সেনাসদস্য প্রাণ বিসর্জন দিয়ে স্মৃতিতে অম্লান হয়ে আছেন।
জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে ।