South east bank ad

আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা শুরু

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা শুরু

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২২ বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে  আজ রবিবার (১৬ অক্টোবর ২০২২) ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফুটবল মাঠে শুরু হয়েছে।

ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী দল ২-২ গোলে ড্র করে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ফুটবল দল অংশগ্রহণ করছে। 

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে, আগামী ২০ অক্টোবর ২০২২ তারিখে আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: