South east bank ad

কাদিরাবাদ সেনানিবাসে বার্ষিক অধিনায়ক সম্মেলন

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

কাদিরাবাদ সেনানিবাসে বার্ষিক অধিনায়ক সম্মেলন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সম্মেলন ‍শুরু হয়। এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া চলার বিষয়টিও তিনি জানান।

জেনারেল শফিউদ্দিন মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এস এম কামরুল হাসান, মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীন, ইঞ্জিনিয়ার ইন চিফ অব বাংলাদেশ সেনাবাহিনী মো. খালেদ আল মামুন, এরিয়া কমান্ডার (বগুড়া এরিয়া) ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুজ্জামান, কমান্ড্যান্ট ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কোরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারসের সব ইউনিটের অধিনায়করা।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: