South east bank ad

পরিবেশবান্ধব শিপিং চালু করতে ডিএইচএল-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

পরিবেশবান্ধব শিপিং চালু করতে ডিএইচএল-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

‘গো-গ্রিন প্লাস কার্বন রিডিউসড শিপিং সার্ভিস’ চালু করতে বিশ্ববিখ্যাত লজিস্টিক কোম্পানি ডিএইচএল-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তিটি পরিবেশগত টেকসইতার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

২১ নভেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. মিয়ারুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংকের এই গো-গ্রিন প্যাকেজটি ডিএইচএল-এর গ্রিন লজিস্টিক সল্যুশন ব্যবহারের মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করে টেকসইতা অর্জনের ব্যাপারে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতির উদাহরণ। 

বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক এই পরিবেশবান্ধব শিপিং উদ্যোগ গ্রহণ করেছে, যা ব্যাংকটির বৃহত্তর টেকসই লক্ষ্যমাত্রা অর্জন এবং কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে ব্যাংকটির চলমান প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

এ ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “গো-গ্রিন প্লাস কার্বন রিডিউসড শিপিং সার্ভিসের জন্য ডিএইচএল-এর সাথে আমাদের চুক্তিটি কার্বন নিঃসরণ কমাতে এবং ইতিবাচক পরিবেশগত প্রভাব সৃষ্টিতে আমাদের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টি তুলে ধরে। আমরা বিশ্বাস করি, টেকসই ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি এবং এই উদ্যোগটি একটি সবুজ ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের প্রচেষ্টারই দৃষ্টান্ত।” 

বিশ্বব্যাপী লজিস্টিক শিল্পে টেকসই উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে ডিএইচএল। পরিবেশের জন্য ক্ষতিকর, এমন জিনিসের প্রভাব হ্রাসে উদ্ভাবনী সমাধান দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। বিস্তৃত গ্লোবাল নেটওয়ার্ক এবং গ্রিন লজিস্টিকের প্রতিশ্রুতি নিয়ে ডিএইচএইল-এর গো-গ্রিন প্রোগ্রামটি বিশ্বব্যাপী বিজনেসগুলোকে কার্বন-নিরপেক্ষ শিপিং অপশন প্রদানের মাধ্যমে পরিবেশগত লক্ষ্য পূরণে সহায়তা করে থাকে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, সিনিয়র জোনাল হেড-সাউথ তাহের হাসান আল মামুন, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং হেড অব ট্রেড অপারেশনস সুরজিত কুমার মুৎসুদ্দি। অন্যদিকে ডিএইচএল থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব কমার্শিয়াল এএসএম শাকিল, হেড অব ফাইন্যান্স আবু নঈম মো. কাশেম চৌধুরী এবং হেড অব জিএমএনসি কমার্শিয়াল হায়াতুজ্জামান খান।

ডিএইচএল-এর সাথে এই উদ্ভাবনী চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক টেকসইতা এবং পরিবেশগত দায়িত্বের ব্যাপারে নিজেদের ব্যক্ত করা প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। ব্র্যাক ব্যাংকের এই চুক্তিটি সবুজ ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নে ব্যাংকটির একটি উল্লেখযোগ্য মাইলফলক।


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: