সাউথইস্ট ব্যাংকের ডিএমডি হলেন সেকান্দার-ই-আজম
সাউথইস্ট ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে গতকাল যোগ দিয়েছেন মো. সেকান্দার-ই-আজম। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে (ইউসিবি) এসইভিপি ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
সেকান্দার-ই-আজম ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি ও ইউসিবিতে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সেকান্দার-ই-আজম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বিকম ও এমকম ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটি থেকে কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিএসসি সম্পন্ন করেন।


