বিকাশ অ্যাপ থেকে খোলা হলো ৫০ লাখের বেশি ডিপিএস
চালু হওয়ার মাত্র চার বছরেই বিকাশ অ্যাপ থেকে গ্রাহকরা চারটি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ৫০ লাখের বেশি ডিপিএস খুলেছেন। স্বাচ্ছন্দ্যে এক প্লাটফর্ম থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্তাহিক ও মাসিক—উভয় ধরনের হিসাব খোলার সুযোগ থাকায় এ মাইলফলক অর্জিত হয়েছে।
২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্সের মাসিক ডিপিএস সেবা দিয়ে যাত্রা করা বিকাশের ডিজিটাল সেভিংস সেবা, পর্যায়ক্রমে এতে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।
২০২৪ সালের প্রথমার্ধে বিকাশ অ্যাপে মাসিক ডিপিএসের পাশাপাশি সাপ্তাহিক ডিপিএস সেবা চালু করা হয়। সাধারণ ডিপিএস ছাড়াও রয়েছে দুটি ব্যাংকের ইসলামিক ডিপিএস সেবা। প্রতিষ্ঠান ও ডিপিএসের ধরনভেদে (সাপ্তাহিক বা মাসিক) ছয় মাস থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে ২৫০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত জমাতে পারছেন গ্রাহকরা।
বিকাশ অ্যাপ থেকে যেসব ডিপিএস খোলা হয়েছে, তার ৩০ শতাংশই খুলেছেন নারীরা। এ গ্রাহকদের ৮০ শতাংশই বাস করেন ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের বাইরে। আবার মোট ডিপিএসের ৫৫ শতাংশই খোলা হয়েছে ব্যাংকিং সময়ের পর, অর্থাৎ গ্রাহকরা নিজের সুবিধামতো সময়ে সঞ্চয়ের মতো জরুরি আর্থিক সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
এক জরিপে দেখা গেছে, যে গ্রাহকদের ডিপিএস এরই মধ্যে মেয়াদ পূর্ণ হয়েছে, তাদের ৯৬ শতাংশই আবার বিকাশ অ্যাপের মাধ্যমে পুনরায় ডিপিএস খোলার আগ্রহ প্রকাশ করেছেন।


