টেকনাফে সোয়া কেজি ক্রিস্টাল মেথসহ যুবক আটক
বিডিএফএন টোয়িন্টিফোর.কম
কক্সবাজারের টেকনাফে নাফনদী এলাকায় থেকে এক কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) হাবিবুল্লাহ (৩৭) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে উপজেলার খারাংখালি বেড়িবাঁধ থেকে তাকে আটক করা হয়।
হাবিবুল্লাহ উপজেলার হ্নীলা মৌলভী বাজারের মৃত ইসলাম মিয়ার ছেলে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে ভোরে হোয়াইক্যং খারাংখালি সীমান্ত থেকে হাবিবুল্লাহ আটকের পর তল্লাশি চালিয়ে এক কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।