South east bank ad

কমেছে পেঁয়াজের ঝাঁজ, বাড়ছে মরিচের ঝাল

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

কমেছে পেঁয়াজের ঝাঁজ, বাড়ছে মরিচের ঝাল

দীর্ঘদিন ধরেই ছাত্র আন্দোলন, কারফিউ ঘিরে নিত্যপণ্য, কাঁচাবাজার, মাছ-মাংস, এমনকি মসলাজাত পণ্যের দাম ছিল ঊর্ধ্বমুখী। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সবজিসহ মাছ-মাংসের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। সবজিতে স্বস্তি থাকলেও পেঁয়াজের দাম ছিল ঊর্ধ্বগতিতে। তবে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে । অপরদিকে মরিচের দাম কমছেই না।

সোমবার রাজধানীর মতিঝিল, কারওয়ানবাজার ও হাতিরপুল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঢাকার বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি মানভেদে ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা, ধুন্দল, পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কচুরমুখীর কেজি ৭০ থেকে ৮০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

পাকা টমেটোর কেজি প্রকারভেদে ১৬০ থেকে ১৮০ টাকা এবং গাজরের কেজি ২০০ টাকা। লেবুর হালি ১৫ থেকে ৩০ টাকা, ধনে পাতার কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, কলার হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা।

এছাড়া বাজারগুলোতে লাল শাক ১৫ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মূলা শাক ১৫ টাকা, পালং শাক ১৫ থেকে ২০ টাকা, কলমি শাক ১০ টাকা, পুঁই শাক ৪০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

বাজারগুলোতে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ টাকা কমে মানভেদে ১০০ টাকা থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আলু ৬০ টাকা, আদা ২৬০ টাকা, রসুন ২১০ টাকায় বিক্রি হচ্ছে। ২/৩ দিন ধরে কাঁচা মরিচের দাম বেড়েছে ৫০ টাকা। আজ মরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৩০ টাকায়।

পেঁয়াজের দাম কমা নিয়ে সবজি ব্যয়সায়ী বলেন, পেঁয়াজের দাম আরো কমবে এমন গুঞ্জনে আড়তদাররা নতুন মাল উঠাচ্ছে না। এতে করে কিছুটা দাম কমেছে।

সপ্তাহ ব্যবধানে কেজিতে ৩০ টাকা কমে ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার ১৯৫ থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়েছিল। সোনালি মুরগিও কেজিতে ১০ টাকা কমে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিডের কেজি ২৪০ থেকে ২৫০ টাকা, দেশি মুরগি ৫৫০ টাকা, লেয়ার লাল মুরগি ৩৩০ টাকা এবং সাদা লেয়ার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

এসব বাজারে গরুর মাংসের কেজি প্রতি ৬৫০ থেকে ৭৫০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংসের কেজি প্রতি ১ হাজার টাকা এবং খাসি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হাঁসের ডিমের ডজন ১৯০ টাকায়। দেশি মুরগির ডিমের হালি ৮৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

মাছের বাজারে ঘুরে দেখা যায়, এক থেকে দেড় কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকায়, আড়াই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমে প্রতি কেজি পাঙাশ সাইজভেদে ১৮০ থেকে ২০০ টাকায়, ৫০০ গ্রামের ইলিশ মাছের কেজি প্রতি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের কেজি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: