South east bank ad

বিপিএল -এ রংপুর রাইডার্সের স্পনসরের তালিকায় যুক্ত হল ‘গোল্ড কিনেন’

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

বিপিএল -এ রংপুর রাইডার্সের স্পনসরের তালিকায় যুক্ত হল ‘গোল্ড কিনেন’


 

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে প্রথমবারের মত রংপুর রাইডার্সের স্পনসর হয়েছিল বাংলাদেশের প্রথম স্বর্ণ কেনার অ্যাপ ‘গোল্ড কিনেন।’ একই ধারাবাহিকতায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরেও রংপুর রাইডার্সের স্পনসর হয়েছে ‘গোল্ড কিনেন।’ দলটি তাদের অন্যান্য অফিশিয়াল স্পন্সরদের মধ্যে ‘গোল্ড কিনেন’ -এর নাম ঘোষণা করেছে।

 

সদ্য শেষ হওয়া জিএসএলে রংপুর রাইডার্সের গর্বিত স্পনসর থেকে গোল্ড কিনেন সঙ্গী হয় দলটির চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় মুহূর্তের। দারুণ সেই সাফল্যের পর এবার বিপিএলেও রংপুরের স্পন্সর হিসেবে থাকতে পেরে উচ্ছসিত ‘গোল্ড কিনেন।’ চুক্তি সাক্ষরের পর গোল্ড কিনেনের প্রতিষ্ঠাতারা রংপুরের দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “আমরা রংপুর রাইডার্সের সাথে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারিত্ব আমাদের দুই পক্ষের সংকল্প এবং উদ্দীপনার মূল্যবোধকেই প্রতিফলিত করে। আমরা সারা দেশের ক্রিকেট ভক্তদের সাথে বিপিএল -এর আসছে মৌসুম উদযাপন করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত।”

 

রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক বলেছেন, “গোল্ড কিনেনের সমর্থন মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই আমাদের শ্রেষ্ঠত্ব অর্জনের তাড়নাকে শক্তিশালী করে। একসাথে আমরা আমাদের ভক্তদের জন্য এই মৌসুমটিকে অবিস্মরণীয় করে তুলতে প্রস্তুত।”

 

রংপুরের অন্যতম অফিশিয়াল স্পনসর হিসেবে গোল্ড কিনেনের ব্র্যান্ডিং, টিমের জার্সি ও অন্যান্য প্রচারমূলক সামগ্রীতে বিশেষভাবে প্রদর্শিত হবে। এছাড়াও, গোল্ড কিনেন পুরো বিপিএল জুড়েই ভক্তদের বিভিন্ন উপহার দিবে ও তাদের জন্য প্রচারণামূলক কার্যক্রম চালাবে।  

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: