শিরোনাম

South east bank ad

বিকাশকে নিয়ে গ্রাহকের সেরা ১২ গল্প নির্বাচিত

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিকাশকে নিয়ে গ্রাহকের সেরা ১২ গল্প নির্বাচিত

‘বাংলাদেশ জানবে #আমার বিকাশ-এর গল্প’ ক্যাম্পেইনে বিকাশ-এর সাথে তৈরি হওয়া গ্রাহকদের পাঠানো জীবনের গল্প থেকে চূড়ান্ত ১২ টি গল্প নির্বচিত করেছেন বিচারকরা। তিন বিজ্ঞ বিচারক- দৈনিক প্রথম আলোর হেড অব ইয়ুথ প্রোগ্রাম মুনির হাসান, বিশিষ্ট লেখক কাসাফাদ্দৌজা নোমান এবং ‘আমরাই বাংলাদেশ’ এর সহ-প্রতিষ্ঠাতা আরিফ আর হোসেন গ্রাহকদের পাঠানো প্রায় ২ হাজার ৩০০ গল্প থেকে সেরা ১২ টি গল্প নির্বাচিত করেন।

নির্বাচিত গল্পগুলো আগামী ১লা সেপ্টেম্বর, শুক্রবার #আমারবিকাশ ফেসবুক পেইজের মাধ্যমে প্রকাশ করা হবে। নির্বাচিত গল্পগুলোর মধ্যে সেরা ৫টি গল্প নিয়ে নির্মিত হবে ভিডিও, যা প্রচার করা হবে ডিজিটাল প্লাটফর্মগুলোতে। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচিত ১২টি গল্পের প্রতিজনকে পুরস্কার হিসেবে তাদের বিকাশ অ্যাকাউন্টে দেয়া হবে ২৫,০০০ টাকা।

উল্লেখ্য, বিকাশের এক যুগ উপলক্ষ্যে বিকাশের সাথে তৈরি হওয়া জীবনের গল্পগুলো পুরো বাংলাদেশকে জানাতে এই উদ্যোগ নেয়া হয়। গত ২৩জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত গ্রাহকরা অসংখ্য গল্প ভিডিও, অডিও বা লিখে পাঠিয়েছেন #আমারবিকাশ ফেসবুক পেইজের ইনবক্সে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: