South east bank ad

চট্টগ্রামের জামালখান শাখায় রিটেইল বিজনেস হাব চালু করেছে এআইবিপিএলসি

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

চট্টগ্রামের জামালখান শাখায় রিটেইল বিজনেস হাব চালু করেছে এআইবিপিএলসি

গ্রাহকদের রিটেইল ব্যাংকিং সেবা দিতে চট্টগ্রামের জামালখান শাখায় রিটেইল বিজনেস হাব চালু করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি। এ শাখা থেকে রিটেইল গ্রাহকরা হোম, সেমি পাকা, কার, পারসোনাল বিনিয়োগসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন। সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ বিজনেস হাব উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসইভিপি ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ ও মো. শোয়েব ইসলাম চৌধুরী, ইভিপি জালাল আহমেদ ও রফিকুল ইসলাম এবং জোনের শাখা ব্যবস্থাপকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: