বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।
আজ (শনিবার) এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন,"এটিএম শামসুজ্জামান কেবল একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে একজন পুরোধা ব্যক্তিত্ব। নিপুন অভিনয় দিয়ে এটিএম শামসুজ্জামান ধীরে ধীরে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন।তাঁর চলে যাওয়া বাঙালি সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।তাঁর সৃজনশীল সৃষ্টিকর্মের মাঝেই তিনি এদেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।"
স্বাস্থ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।