ড. সবুর খান আর্ট অব গিভিং কমিউনিটির প্রেসিডেন্ট মনোনীত
ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান বাংলাদেশে আর্ট অব গিভিং কমিউনিটির সভাপতি মনোনীত হয়েছেন। আর্ট অব গিভিং কমিউনিটির এ মর্যাদাপূর্ণ নিয়োগ ডক্টর খানের অটল প্রতিশ্রুতি এবং বছরের পর বছর ধরে এর থিমগুলোর সফল কর্মসম্পাদনেরই স্বীকৃতি।
আর্ট অব গিভিং কমিউনিটির জন্য বাংলাদেশের সভাপতি হিসেবে ড. খান তার পরিচিতদের, কাছের এবং প্রিয়জনকে আর্ট অব গিভিংয়ের সদস্য হওয়ার জন্য https://artofgiving.in.net/register/-এ নিবন্ধন করার জন্য আমন্ত্রণ জানাবেন। এ বছরের আর্ট অব গিভিংয়ের থিম হচ্ছে ‘হেল্পিং দ্য হেল্প’। সম্প্রদায়টি বিশ্বাস করে যে যারা অন্যদের সাহায্য করে তাদের সাহায্য করার মাধ্যমে বিশ্বের ওপর আরো উল্লেখযোগ্য প্রভাব তৈরি করা যেতে পারে।