সাউথ পয়েন্ট শিক্ষার্থীর ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স’ অর্জন
‘বিডিবিও-সমকাল বাংলাদেশ নবম বায়োলজি অলিম্পিয়াড ২০২৩’-এ ‘উপেন্দ্রনাথ ব্রহ্মচারী চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ শাখার নবম শ্রেণীর (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী আরিজ আনাস।
গত ৩ মার্চ ও ১২ মে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওই উৎসবের আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গত বছরও রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অষ্টম ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে সাউথ পয়েন্টের শাযিয়া শারমিন শাহাদাত চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড অর্জন করে। এ নিয়ে পরপর দুইবার সাউথ পয়েন্টের শিক্ষার্থীরা এ শিরোপা অক্ষুণ্ন রাখে। এদিকে বিশ্বকাপ কোয়ালিফাই দাবা এশিয়ান জোনাল ৩.২ চ্যাম্পিয়নশিপে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের ইংরেজি মাধ্যমের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ওয়ারসিয়া খুশবু বাংলাদেশসহ শ্রীলংকা ও পাকিস্তানের খেলোয়াড়দের পরাজিত করে নয় খেলায় ৫ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান অর্জন করে। নয় দিনব্যাপী অনুষ্ঠিত নয় রাউন্ডের এ প্রতিযোগিতায় মহিলা বিভাগে মোট ছয়টি দেশের দাবাড়ু অংশগ্রহণ করে। ওয়ারসিয়া খুশবু জোনাল ৩.২ চ্যাম্পিয়নশিপের দাবা মহিলা বিভাগেও ৫ পয়েন্ট পেয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার খেতাব পেতে যাচ্ছে।