উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
গবেষণায় ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য উত্তরা ইউনিভার্সিটির শীর্ষ ২০ শিক্ষক পেলেন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২২।
গতকাল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শীর্ষ ২০ শিক্ষককে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাদের গবেষণাপত্র প্রকাশিত হওয়ায় এ অ্যাওয়ার্ড দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার, সব ডিন, চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।