শিরোনাম

South east bank ad

এসএসসি পরীক্ষা শুরু আজ

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   শিক্ষাঙ্গন

এসএসসি পরীক্ষা শুরু আজ

সারা দেশে আজ একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বিষয়ভিত্তিক তাত্ত্বিক পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। করোনার পর এ বছরই পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে মহামারীর কারণে শ্রেণীকক্ষে পাঠদানে বিঘ্ন ঘটায় এ বছরও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষার আয়োজন করা হয়েছে

আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্র দিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর সারা দেশে ৩ হাজার ৮১০টি পরীক্ষা কেন্দ্রে মোট ২৯ হাজার ৭৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থী সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫। দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৫ হাজার ১২১ এবং এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৬৭। বিদেশে আটটি পরীক্ষা কেন্দ্র থেকেও শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে জেদ্দায় ৮৯ জন, রিয়াদে ৫১, ত্রিপলিতে চার, দোহায় ৭৭, আবুধাবিতে ৪১, দুবাইয়ে ২৭, বাহরাইনে ৬৫ এবং সাহাম ও ওমানের কেন্দ্র থেকে ২০ জন পরীক্ষার্থী অংশ নেবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো হলো পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। গুজব রটালে ও ধরা পড়লে কঠোর শাস্তি হবে।

BBS cable ad

শিক্ষাঙ্গন এর আরও খবর: